মানুষ ও দেবতা । Manush O Debota

শ্রাবণ মাস। সুরমা নদীতে প্রবল স্রোত। নদীর কিনারায় কয়েকটি ছোট নৌকা তীরবর্তী বড়বড় পাথরের সঙ্গে বাঁধা আছে। বেগবতী নদীর স্রোতে নৌকাগুলো দুলছে। নিকটেই নদীতীরে  কয়েকজন মাঝি নিজেদের মধ্যে কথাবার্তা বলাবলি করছে। একজন বুড়ো মাঝি কপালে হাত রেখে বিশাল নদীর অপর তীরের দিকে একবার দেখে পিছন ফিরে জনৈক সুদর্শন যুবককে জিজ্ঞেস করল, 'মহারাজ! সেনাপতিজী কি আজই আসবেন?'



সামরিক পোশাক পরিহিত সুদর্শন যুবককে একজন অফিসার মনে হচ্ছিল। সে জবাবে বলল, 'হ্যাঁ, তিনি সম্ববত এখনই এসে যাবেন'।

বুড়ো মাঝি বলল, "মহারাজ! আপনি তাকে বুঝিয়ে বলবেন, এ খরস্রোতা নদীতে নৌকা চালানো  খুবই বিপজ্জনক। দু'দিন অপেক্ষা করলেই ঢলের জল কমে যাবে। আর তখন নিরাপদে পাড়ি দেয়া সম্ভব হবে"।

যুবক বলল, "তুমি সেনাপতি সুখদেবকে জান না । তিনি কখনও সামান্য বিপদ আপদের ভয়ে মত পরিবর্তন করেন না"। 





ডাউনলোড করুন

No comments:

Post a Comment